COVID-19 এর টিকা গ্রহণ নিলেন জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম
আজকের সংবাদ ডেস্কঃ -মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রদেয় সময়ের শ্রেষ্ঠ
উপহার COVID-19 এর টিকা গ্রহণ করেন জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম এবং তার সাথে টিকা গ্রহন করেন তার সহধর্মিণী আফরোজা ইভা ও তার বোন নিলা আহমেদ নিশি।
বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারী)সকালে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রদেয় সময়ের শ্রেষ্ঠ উপহার COVID-19 এর টিকা গ্রহণ করেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।
ভ্যাকসিন নেয়ার পর জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম বলেন,আমি নিজেও কোভিক-১৯ এর ভ্যাকসিন নিলাম।আশা করি সরকারি বিধি-বিধান মেনে নিবন্ধন করে সবাই এই টিকা গ্রহন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা।
করোনা যোদ্ধা,সাংবাদিক মোঃ নুর নবী জনি, কামরুজ্জামান রানাসহ অনেকে।
টিকা প্রয়োগ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃপলাশ কুমার সাহা জানান, সোনারগাঁয়ে এখন পর্যন্ত প্রায় ৩০০জন লোক নিবন্ধন করে টিকা গ্রহণ করেছেন এবং নিবন্ধনের সংখ্যা দিন দিন বাড়ছে।সোনারগাঁয়ের জন্য বর্তমানে বরাদ্দকৃত ১৭,০৮০ ডোজ ভ্যাকসিন আমরা বুঝে পেয়েছি এবং মোট ২টি বুথে ও ১টি টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলছে।
উল্লেখ্য,গত রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।উপজেলার ফ্রন্ট লাইনের কর্মকর্তাদের দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভ্যাকসিনের টিকা প্রথমেই গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার পলাশ কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিষ্ট রেজওয়ানুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সজীব রায়হান ও অন্যান্য ফ্রন্ট লাইনের কর্মকর্তা কর্মচারীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন