সোনারগাঁ থানা পুলিশের করোনা সচেতনতা কার্যক্রমের উদ্বোধন
মোঃ নুর নবী জনিঃ-“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সারা দেশব্যাপী করোনা সচেতনতা ক্যাম্পেইন এর অংশ হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশ।
উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ও চলাচলরত সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সোনারগাঁ থানা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন