বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনালে পিরোজপুর পাইরেটস অব মেঘনা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৪ মার্চ, ২০২১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনালে পিরোজপুর পাইরেটস অব মেঘনা


বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সেমিফাইনালে পিরোজপুর পাইরেটস অব মেঘনা


মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনালে বিজয়ী হয়ে সেমিফাইনালে ওঠেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পৃষ্টপোষকতায় তার টিম পিরোজপুর পাইরেটস অব মেঘনা।


শনিবার শেখ রাসেল স্টেডিয়ামে পিরোজপুর পাইরেটস অব মেঘনা বনাম বৈদ্যোর বাজার ইয়াং এর মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুুষ্ঠিত হয়। 


খেলায় টসে জয়লাভ করে পিরোজপুর পাইরেটস অব মেঘনা ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করে।


১৮৯ রানের জয়ের টার্গেট নিয়ে বৈদ্যোর বাজার ইয়াং ১৬০ রানে ৯ উকেট আউট হয়ে যায়। ফলে পিরোজপুর পাইরেটস অব মেঘনা ২৯ রানে জয়লাভ করে।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এর আগে তিনি মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। 


এসময় আর উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আতিকুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,নয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,বৈদ্যোর বাজার ইউনিয়নের চেয়ারম্যান আঃরউফ,কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমর,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়,জাতীয় শ্রমিক লীগের সোনারগাঁও উপজেলার যুগ্ম আহবায়ক মোঃনুরুন নবী, সাংবাদিকসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭