শেখ রাসেল ষ্টেডিয়ামের সম্প্রসারণ কাজ পরির্দশনে এমপি খোকা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

শেখ রাসেল ষ্টেডিয়ামের সম্প্রসারণ কাজ পরির্দশনে এমপি খোকা


শেখ রাসেল ষ্টেডিয়ামের সম্প্রসারণ কাজ পরির্দশনে এমপি খোকা 


আজকের সংবাদ ডেস্কঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১০ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৬ টি দলের অংশগ্রহণে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে একই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার ঘোষিত শেখ রাসেল স্টেডিয়ামের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে।


সোমবার(পহেলা মার্চ) সকাল ১১টায় উপজেলার শেখ রাসেল ষ্টেডিয়ামটির মাঠের সম্প্রসারণ কাজ শুরু হয়।


সম্প্রসারণ কাজটি পরিদর্শন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম।


এ বিষয়ে উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল জানান,এই ষ্টেডিয়ামে চলছে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। দেশের সকল জাতীয় দলের খেলোয়াড়দের মিলন মেলা হয়ে গেছে ইতিমধ্যেই। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এক সপ্তাহ আগে গত ২২ ফেব্রুয়ারি ঘোষনা দিয়েছিলেন শেখ রাসেল স্টেডিয়ামটি সম্প্রসারণের যাতে আন্তর্জাতিক মানের খেলা গুলো খেলা যায়। আজ তার কথামত কাজটি  ঠিক একসপ্তাহ পরেই শুরু হয়ে গেল। সোনারগাঁয়ের সকল ক্রীড়ামোদীদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মহোদয়কে ধন্যবাদ। 

সেই সাথে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম সাহেবের খেলাধুলার প্রতি আগ্রহ এবং ইতিবাচক পদক্ষেপ সোনারগাঁয়ের ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭