বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার
আজকের সংবাদ ডেস্কঃ আগামীকাল ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও মহান স্বাধীনতার স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সর্বস্থরের জনগনকে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে এ বিশেষ দিবস উদযাপনের প্রত্যশা ব্যক্ত করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দেশকে পরাধিনতা থেকে মুক্ত করতে সক্ষম হয়। তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে জাবো। এই হওক আমাদের অঙ্গীকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন