আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার দরিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫৫) বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার(২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দরিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত একটি গাড়ী বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বৃদ্ধার মাথা থেতলে গিয়ে তার মৃত্যু হয়।
এ খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মুজিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট দুলালকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোক জনের কাছে নিহত মহিলার পরিচয় সনাক্ত করার চেষ্টা করলেও পরিচয় না পাওয়ায় লাশ বেওয়ারিশ হিসেবে কাঁচপুর হাইওয়ে থানায় পাঠিয়ে দেন।
এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপাড়ের সময় অজ্ঞাত বৃদ্ধা অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন। এসময় তার পরিচয় না পাওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন