সম্মুখ যোদ্ধা ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের করোনা পজিটিভ
মোঃনুর নবী জনিঃ-প্রাদুর্ভাব সম্পর্কে সর্তকীকরণ করছেন বাংলাদেশ পুলিশ আর সেই পুলিশের মধ্যেই করোনা পজিটিভ বেশি। কোভিট ১৯ নামক বিশ্ব মহামারী পরিস্থিতিতে মানবিক সেবক হয়ে ছিলেন পুলিশ। সেই পুলিশ বাহিনী বাদ পরেনি করোনা নামক মারাত্মক রোগ হতে।প্যানডেমিকের শুরু থেকেই অকুতোভয় এই সম্মুখ যোদ্ধা সামনের সারি থেকে বাংলাদেশ পুলিশকে সাহস যুগিয়েছেন,পাশে থেকেছেন।আজ তিনি নিজেই আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নম্র-ভদ্র সদালাপী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব ও আদর্শ ডিআইজি মোঃ হাবিবুর রহমান (বিপিএম)বার, পিপিএম(বার)। তিনি কালের বিবর্তনে ২০২১ সালে মার্চ মাসে মুজিব বর্ষের করোনা পজিটিভ হয়েছে বলে খবর পাওয়া গেছে। ডিআইজি হাবিবুর রহমান পজিটিভ হয়েছে শোনে পুলিশ বাহিনীর পক্ষ থেকে দোয়া চেয়েছেন। সহকর্মীরা রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া অংশ গ্রহণ করেছেন।
পাশে কিংবা দূর থেকে প্রতি নিয়ত সাহস যোগাচ্ছেন সকল পুলিশ বাহিনীরা।হবে হবে পুলিশের জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন