সোনারগাঁ আঃলীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফেন্সির কৃতজ্ঞতা
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিতে এক মাত্র মহিলা সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
গতকাল মঙ্গলবার (২৩মার্চ) রাতে আজকের সংবাদ ডটকম প্রতিনিধিকে তিনি জানান,প্রথমেই আমি শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাতে চাই জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে,যার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দাড়িয়েছে,তার উন্নয়ন কর্মকান্ডে বিশ্বের উন্নত দেশগুলো এখন ইশ্বার্নিত হচ্ছে।
সোনারগাঁ আঃলীগের এই মহতিলগ্নে আমি আরো ধন্যবাদ জানাই, নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এ কে এম শামিম ওসমান ভাইকে,যিনি অক্লান্ত পরিশ্রম করে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন।
এছাড়াও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারায়ণগঞ্জ আঃলীগের কান্ডারী তথা জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল ভাইয়ের প্রতি।
আল্লাহ তাদের সবাইকে দেশ ও জনগণের পাশে থাকার তৌফিক দান করুক এবং দীর্ঘায়ু দান করুক।এছাড়াও মাহমুদা আক্তার ফেন্সি সোনারগাঁয়ের সার্বিক উন্নয়নে যাতে ওতোপ্রোতভাবে যেন জড়িয়ে থাকতে পারেন সেজন্য সোনারগাঁ বাসীর দোয়া কামনা করেন।
প্রসঙ্গত,সোমবার জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা শাখা আওয়ামীলীগের পুনবিন্যাসকৃত নতুন কমিটির অনুমোদন। ইতিপূর্বে ২০১৯ সালের ১৫ই জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের তৎকালীন কমিটি বিলুপ্ত করে একটি আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হলে এ নিয়ে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
চলমান সমালোচনার মুখে আগের আহ্বায়ক কমিটির ৮ জনের নাম ঠিক রেখে নতুন আরো ১৩জনের নাম যুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
নতুন আহবায়ক কমিটিতে অ্যাড. সামসুল ইসলাম ভূইয়াকে আহবায়ক এবং নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন