৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আঃলীগ আহবায়ক কমিটির শ্রদ্ধা
আজকের সংবাদ ডেক্সঃ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলায় আহবায়ক কমিটি।
রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া,আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,আবু খাঁন উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত হলে। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্ব কয়েকশত নেতাকর্মী অডিটোরিয়ামে প্রবেশ করলে অন্যান্য নেতারা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সাথে উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার রউফ,সাবেক চেয়ারম্যান মাহবুব খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, কাঁচপুর শ্রমিক লীগের সভাপতি মান্নান মেম্বারসহ অন্যান্য নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন