সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন
আজকের সংবাদ ডেস্কঃ আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করছে।
সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ ও ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৮ই মার্চ) সকালে উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জাহানারা আক্তার,সাবেক মহিলা মেম্বার রুনা আক্তার,নারী নেতৃি আলেয়া আক্তারসহ আরোও অনেকে।
আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে অসহায় নারীদের আত্ননির্ভশীল ও স্বাবলম্বী করার লক্ষে সাবান, স্যালাইন,হ্যান্ড স্যানিটাইজার ও ছাগল বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন