মোঃনুর নবী জনিঃ- "মাদক ছাড়ো কলম ধরো,খেলা ধরো জীবন গড়ো,রাজনীতি যার যার শিক্ষা,সাংস্কৃতি খেলাধুলা সবার" এই স্লোগানকে সামনে রেখে জমকালো অনুষ্ঠান ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মধ্যো দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্না ইলেকট্রনিকের পরিচালক হাজ্বী আবুল হাসেম রতনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ই মার্চ) বিকেলে সন্মানদী ইউনিয়নের হরিহরদী এলাকার ২নং ওয়ার্ডের খন্দকার দরিকান্দি খেলার মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।
জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
সনমান্দী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্না ইলেকট্রনিক্স এর পরিচালক হাজ্বী আবুল হাসেম রতনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃহাসান রাশেদ,সনমান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হারুন মেম্বার,আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ নাসিম,সনমান্দি ইউনিয়ন জাতীয় পাটির আহবায়ক আবুল হোসেন,সোনারগাঁ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ,বারদী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, আওয়ামীলীগ নেতা খোরশেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এসময় ম্যাচে মোছলোন্দপুর বাইকিংস সোনারগাঁ কিংস ক্লাব ১-০ গোলে হারিয়ে জয়ী হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন