বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান করোনায় আক্রান্ত
আজকের সংবাদ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন।
গত কয়েকদিন ধরে তিনি গলা ব্যাথা,ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। পরে একটি বেসরকারী হাসপাতালে নমুনা পরীক্ষা করলে বুধবার(২৫মার্চ) সন্ধ্যায় তার রিপোর্ট পজেটিভ আসে।
আজারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারি সেলিম হোসেন দিপু করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত ফেসবুকে দোয়া কামনা করেছেন। সেলিম হোসেন দিপু জানান, আজহারুল ইসলাম মান্নানের বড় ধরনের কোন সমস্যার সৃষ্টি হয়নি। তিনি সুস্থ আছেন।
বাড়িতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং রোগমুক্তির জন্য সোনারগাঁবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন