সোনারগাঁয়ে ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বোনের মৃত্যু
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, নিহত সুমাইয়া গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে সে লাধুরচর হাফিজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিকে নিয়ে বাড়ির পাশে ভ্রমপুত্র নদে গোসল করতে যায়। এসময় অসাবধানবসত রাফি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সুমাইয়া আক্তার রাফিকে বাচাঁনোর চেষ্টা করে। রাফিকে বাঁচিয়ে সুমাইয়া আক্তার নিজেই পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন