রূপগঞ্জে সালিশীতে পিতা পুত্রকে কুপিয়ে জখম
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় গতকাল ৩০ এপ্রিল শুক্রবার সালিশীতে পিতা ও তিন পুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পূর্ব শত্রæতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত সালিশীতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।
পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভার বুরুটিয়া এলাকার কৃষক রমিজউদ্দিনের তার প্রতিবেশী বাবুল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল ৩০ এপ্রিল শুক্রবার কাঞ্চন পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানের বাড়িতে সালিশ বসে। সালিশে কাউন্সিলরের কথা অমান্য করায় তার সমর্থিতরা সালিশীতে হামলা চালায়। হামলায় আহত রমিজউদ্দিন ও তার ছেলে মাছুম (৩৫) , রুবেল (৩২) ও ইউস‚ফকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কৃষক রমিজউদ্দিন বাদী হয়ে বাবুল হোসেন, ইকবাল হোসেন, কামরুল হোসেনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিমউদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন