শ্রীমঙ্গলে করোনা মহামারীতে আরেকটি মৃত্যু
তিমির বনিকঃ-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শহরতলীর বাসিন্দা করোনাভাইরাসের ভয়াল ভাবায় আরেকটি মৃত্যু দেখলো। মৃত ব্যাক্তির নাম শাহার উদ্দিন সাবু। তিনি শহরের গুহ রোডের উদ্দিন ট্রেডার্সের মালিক।
গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে তার মৃত্যুর খবর জানা যায়। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৪ মার্চ মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। পরের দিন সিলেট ল্যাব থেকে রিপোর্ট পজিটিভ আসে।
এই পর্যন্ত উপজেলায় দ্বিতীয় ঢেউ করোনায় সংক্রমিত হয়েছেন ২১ জন।তার মধ্যে মারা গেছেন ৫ জন।আর মোট আক্রান্ত হয়েছেন ২৭১ জন।দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলে সর্তক ও সচেতন হোক সুস্থ থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন