ইউএনও আরিফা জহুরার নেতৃত্বে নারায়নগঞ্জ সদরে ৫৮ শতাংশ খাস জমি উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

ইউএনও আরিফা জহুরার নেতৃত্বে নারায়নগঞ্জ সদরে ৫৮ শতাংশ খাস জমি উদ্ধার


ইউএনও আরিফা জহুরার নেতৃত্বে নারায়নগঞ্জ  সদরে ৫৮ শতাংশ খাস জমি উদ্ধার 


আজকের সংবাদ ডেস্কঃ  নারায়ণগঞ্জের সদর উপজেলায় খাস খতিয়ানভুক্ত ২ টি দাগের মোট ৫৮ শতাংশ জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 


মুজিববর্ষ উপলক্ষে এই জমিতেই ভূমিহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় হচ্ছে `মুজিব ভিলেজ`। 


বৃ্হস্পতিবার (২৯শে এপ্রিল ) প্রস্তাবিত-সৈয়দপুরের তৃতীয় শীতলক্ষ্যা সেতু সংলগ্ন রেইনবো ডায়িং এর পাশে এই জমি উদ্ধার অভিযান পরিচালনা করেন সদর উপজেলা রাজস্ব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।


প্রখর রোদ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে খাস জমি উদ্ধার ও সীমানা চিহ্নিত করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি)হাসান বিন মোহাম্মদ আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ইউপি সদস্যরা, গোগনগর ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাসহ সদর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 


আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করেন সদর থানা পুলিশ ও সশস্ত্র আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার এই বিশেষ প্রকল্পের কাজ যেন দ্রুত গতিতে এগিয়ে চলে সে জন্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭