করোনায় নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরোও ২ জনের মৃত্যু
আজকের সংবাদ ডেস্কঃ করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৫ জন।
এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৭০ জনে।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৫০ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৮ হাজার ৮৬৬ জনের।
বৃহস্পতিবার(২২ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রাত্যাহিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনা ভাইরাসে এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০৫ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৮ জন, সদরে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৩ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ।
আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৫৯ জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন