সোনারগাঁওয়ে ট্রাকসহ চোরাই কাঠ উদ্ধার
মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট থেকে ঢাকা গামী ত্রিপল দিয়ে মুড়ানো (ঢাকা-মেট্রো-ট-১৫-২৭৯১) একটি ট্র্রাক ৯৫ টি গজারি (শাল) বল্লী কাঠসহ সোনারগাঁও ফরেস্ট চেক পোস্টের কর্মকর্তারা ও সঙ্গীয় সহকর্মীদের সঙ্গে নিয়ে আটক করেছে।
সোনারগাঁও ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, ঢাকা এর নির্দেশ মোতাবেক সোনারগাঁওয়ের ফরেস্ট চেক পোস্টের কর্মকর্তরা চোরাই কাঠের গাড়িটি ধাওয়া করে নারায়নগঞ্জ সদর সামাজিক বনায়ন নার্সারী কেন্দ্র ও নারায়নগঞ্জ চর সৈয়দপুর পুলিশ চেক পোস্টের সহযোগীতায় আটক করা হয়। এ সময় ট্রাকের চালক নেমে দৌড়ে পালিয়ে যায়। গাগিতে বনজদ্র্য বেআইনীভাবে পাচারকালীন উক্ত ট্রাকে বোঝাইকৃত ও পরিবাহিত বনজদ্রব্য গজারি (শাল) বল্লী কাঠ ৯৫ টি লম্বাফুট গজারি (শাল) বল্লী কাঠ অবৈধভাবে চোরাইকৃত মালামাল পাচার করছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন