বন্দর প্রতিনিধি: বন্দরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরী এক নারী শ্রমিক (২০)কে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে এক হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তারই লম্পট চাচা মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে।
গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বন্দর উপজেলার মালিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী আহত নারী শ্রমিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারের হাসপাতারে প্রেরণ করেছে।
এ ব্যাপারে ভূক্তভোগী নারী শ্রমিক বাদী হয়ে শুক্রবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৫(৪)২১।
ভূক্তভোগী নারী গনমাধ্যমকে জানিয়েছে,বন্দর উপজেলার মালিবাগ এলাকার মৃত আবুল হোসেন ওরফে সোনা মিয়ার ছেলে লম্পট মোসলেউদ্দিন মিয়া (৪৫) আমার আপন চাচা হয়। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আমার ঘরে ঘুমিয়ে পরি। পরে রাত সাড়ে ১১টায় লম্পট মোসলেহ উদ্দিন মিয়া আমার ঘরের টিন খুলে কৌশলে আমার ঘরে প্রবেশ করে। পরে সে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। আমি চিৎকার করলে ওই সময় লম্পট মোসলেহউদ্দিন ধর্ষনে ব্যার্থ হয়ে লোহার রড দিয়ে আমার হাতে আঘাত করে কৌশলে পালিয়ে যায়। পরে আমার স্বজনরা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকতার্ অভিযুক্ত চাচাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন