ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের হাতে ২ ডাকাত আটক।
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাত দলের ২ডাকাতকে আটক করে এলাকাবাসী এসময় ডাকাতি করতে আসা অন্য ডাকাতরা জনরোষে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান,গতকাল বুধবার রাতে উপজেলার সনমানন্দী ইউনিয়নের হরিহরদী এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী ঘেরাও করে নয়ন (২৫) ও আবু নাঈম(১৭) নামের দুই ডাকাত কে ধরে ফেলে।এসময় তাদের সঙ্গীরা তাদের রেখেই পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা ডাকাতদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।ডাকাতরা হলো, উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী গ্রামের আলম মিয়ার ছেলে নয়ন মিয়া ও একই ইউনিয়নের খন্দকার দরিকান্দী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু নাইম।
এবিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ডাকাতির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে,এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে ডাকাতি মামলায় দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন