সোনারগাঁয়ে ইভটিজিং এর দায়ে এক যুবকের জেল
আজকের সংবাদ ডেক্সঃনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইভটিজিং এর দায়ে মাসুম নামের এক বখাটেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(১৯ই এপ্রিল) বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম।
সোমবার দুপুরে উপজেলার সাতভাইয়া পাড়া গ্রামে এক মহিলা গোসল করাকালিন ভেজা কাপড় পরিহিত অবস্থায় মাসুম ওই মহিলাকে অশ্লীল কথাবার্তা বলে কুপ্রস্তাব দেয় ও অঙ্গি ভঙ্গি করে। এসময় ওই মহিলা প্রতিবাদ করলে তাকে মারধর করার জন্য উদ্ধত হয়।
এ ঘটনায় ওই মহিলা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক এলাকা থেকে বখাটে মাসুমকে গ্রেপ্তার করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১বছরের কারাদন্ড প্রদান করা হয়।
এবিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃআতিকুল ইসলাম জানান, উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের মাসুম দীর্ঘদিন ধরে ওই এলাকার মহিলা ও যুবতীদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে কু প্রস্তাব ও ইভটিজিং করে আসছিল। তার কুকর্মে অতিষ্ঠ হয়ে এক মহিলা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক এলাকা থেকে বখাটে মাসুমকে গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১বছরের কারাদন্ড প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন