ভাতার টাকায় কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সোনারগাঁয়ের এক মুক্তিযোদ্ধা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

ভাতার টাকায় কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সোনারগাঁয়ের এক মুক্তিযোদ্ধা


ভাতার টাকায় কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সোনারগাঁয়ের এক মুক্তিযোদ্ধা 


সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জে ভাতার টাকা দিয়ে এক মুক্তিযোদ্ধা লকডাউনে কর্মহীন হয়ে পড়া অর্ধশতাধিক নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।


শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভাগলপুর ও খোনকারবাড়ি এলাকা এবং সদর উপজেলার সস্তাপুর এলাকায়  মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা তার মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া ভাতার টাকা দিয়ে কর্মহীন অসহায় এসব পরিবারের মধ্যে নিজ উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।


বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, তেল, পেঁয়াজ, আলু, ছোলা, চিনি, ডাল ও সেমাই।


সস্তাপুর এলাকার টিটুর বস্তিতে বসবানকারী পরিবহন শ্রমিক আবুল বাসার জানান, গত বছর লকডাউনে সরকারি ত্রাণ পেলেও এবছর এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। মুক্তিযোদ্ধার দেয়া ত্রাণ পেয়ে তারা যারপরনাই খুশি।


এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা বলেন, জাতির এই ক্রান্তিকালে শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না, সমাজে যারা সামর্থ্যবান আছেন তাদেরও উচিৎ আশপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।আমি আমার জমানো মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে সাধ্যমতো অসহায়দের সহায়তা করেছি।আমি চাই আমার মতো সবাই যাতে এলাকার মানুষের এ চরম দুর্দিনে এগিয়ে আসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭