পূর্ব শত্রুতার জেরে যুবক খুন
তিমির বনিকঃ-মৌলভীবাজার জেলার কমলগঞ্জে চাম্পারায় চা বাগানে সুমন গোয়ালা (৩২) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই চা বাগানের বিমল গোয়ালার ছেলে। সে বাগানের নিয়মিত চা শ্রমিক ছিল। স্থানীয় সূত্রে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার আম পাড়া নিয়ে সুমন গোয়ালার সাথে তার চাচা মনোহর গোয়ালা ও তার দুই ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সুমন চা বাগান অফিসে গিয়ে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মনোহর গোয়ালা এবং তার দুই ছেলে বিশ্বজিৎ গোয়ালা ও সঞ্চিত গোয়ালা দা ও কুড়াল দিয়ে কুপিয়ে সুমন গোয়ালাকে জখম করে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত সুমনের শরীরে বিভিন্ন স্থানে দা ও কুড়াল দিয়ে কুপানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে সদর মৌলভীবাজার হাসপাতালে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন