মামুনুলের মুক্তির দাবিতে ব্যাপক ভাংচুর,বিক্ষোভ ও আওয়ামীলীগের পার্টি অফিস ভাংচুর
আজকের সংবাদ ডেক্সঃ-হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক রিসোর্টে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক।
এ ঘটনায় উত্তেজিত মামুনুল হকের সমর্থকরা রয়েল রির্সোটে গিয়ে কয়েক দফা হামলা চালিয়ে ভাংচুর করে। পরে মামুনুল রশিদকে নিরাপদে নিয়ে যান পুলিশ ও মামুনুলের সমর্থকরা।
এদিকে রয়েল রির্সোটে কয়েক দফা ভাংচুরের পর মুসল্লিরা যান ঢাকা চট্রগ্রাম মহাসড়কে। সেখানে তারা মহাসড়কে গাড়ি ভাংচুর করে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন।
সেখান থেকে তারা মিছিল নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বাড়িতে হামলা চালিয়ে মার্কেট ও বাড়িঘর ভাংচুর করা হয়। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে সোহাগ রনির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন