ছোটদের ঝগড়ার জেরে গৃহবধূ খুন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

ছোটদের ঝগড়ার জেরে গৃহবধূ খুন


ছোটদের ঝগড়ার জেরে গৃহবধূ খুন


তিমির বনিকঃ-
মৌলভীবাজারে জেলার বড়লেখা উপজেলায় দায়ের আঘাতে রবিতা বাকক্তি নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টায় উপজেলার নিউ সমনবাগ চা বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বড়লেখা থানা পুলিশ অভিযুক্ত প্রদীপ বাকক্তি মিঠুনকে (৩০) আটক করেছে। নিহত রবিতা বাকক্তি(৩২) উপজেলার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা অটোরিকশা চালক সুষেন বাকক্তির স্ত্রী।

আটক প্রদীপ বাকক্তি শনিবার (১৭ এপ্রিল) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে চা শ্রমিক প্রদীপ বাকক্তি মিঠুন মামা (রবিতার শ্বশুর) ভাগ্য বাকক্তির সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে সে তার মামার ওপর হামলার চেষ্টা করে। এসময় রবিতা বাকক্তি শ্বশুরকে বাঁচাতে এগিয়ে এলে মিঠুন তার হাতে থাকা দা দিয়ে রবিতার পেটে আঘাত করে।

এতে রবিতা গুরুতর আহত হন। পরে রবিতাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা প্রদীপ বাকক্তি মিঠুনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রদীপ কে আটক করে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ শনিবার বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রদীপকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহত রবিতার স্বামী সুষেন বাকক্তি প্রদীপের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন এবং হত্যা মামলার অপরাধে আজ ১৭ এপ্রিল বিজ্ঞ আদালতে প্রেরন করেন বলে নিশ্চিত করেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭