লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে কাঁচপুর হাইওয়ে পুলিশ
আজকের সংবাদ ডেক্সঃ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
রোববার(১৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর,মদনপুর,মোগড়াপাড়া ও মেঘনা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষে দায়িত্ব পালন করছেন প্রতিটি পুলিশ সদস্য।
লকডাউনে যেসব পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো চলাচলে কঠোর অবস্থানে আছে হাইওয়ে থানা পুলিশ।লকডাউনের প্রথমদিন থেকে শুরু করে পঞ্চম দিনে প্রায় ২০০টি থ্রী হুইলার পরিবহণকে মামলার আওতায় আনা হয়েছে।
এছাড়াও কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান সরকার অনুমোদিত সকল জরুরী সেবায় নিয়োজিত পরিবহণ চলাচলে সহযোগিতা করার পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন