ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আজকের সংবাদ ডেক্সঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদীপুর এলাকায় এ ঘটনা ঘটে।এসময় সাথে থাকা অপর আহরোহীও মৃত্যু বরণ করেন।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত ছুরোত আলীর ছেলে ছায়েদ মিয়া(৩০) ও একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাওয়ার পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যু পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ( ট-১৪-৮২০৭) মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন