ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস বিক্রির উদ্দ্যেগ প্রানী সম্পদ অধিদপ্তরের
তিমির বনিকঃ-মৌলভীবাজারে প্রথমবারের মতো ভ্রাম্যমান গাড়িতে দুধ ডিম বিক্রি শুরু,চলবে দেড় মাস।
দেশব্যাপী করোনা মহামারী মোকাবেলায় পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণ মৌলভীবাজার প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক ভ্রাম্যমান গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। জেলা প্রশাসক মীর নাহিদের সভাপতিত্বে ভ্রাম্যমান গাড়িটি মোলভীবাজার শহরের বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে। আজ ১০ এপ্রিল শনিবার হতে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৪৫ দিন।
বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন এর বাস্তবায়নে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর ব্যবস্থাপনা ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ কার্যক্রমে সহযোগিতায় চলছে।
উদ্বোধন জেলা প্রশাসক নগদ মূল্য ডিম ও দুধ ক্রয় করেন। তারপর জনসাধারনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করা হয়। নাগরিক সুবিধা ভাবনা রেখে এ কার্যক্রম হাতে নিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন