সোনারগাঁয়ে দ্বিতীয় স্ত্রীসহ অবমুক্ত মামনুল হক
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখার পর অবশেষে তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের পর অবমুক্ত হয়েছেন। তার সাথে থাকা ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রয়েল রিসোর্টে প্রথমে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে রাখা হয়। এসময় তাকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও এনএসআইয়ের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
আল্লামা মামুনুল হক জানান, আমার ২য় স্ত্রী আমেনা তৈয়বাকে নিয়ে আমি আজ দুপুরে অবসর সময় কাটানোর জন্য সোনারগাঁয়ে এসেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন