হেফাজত নেতার কান্ড,সাড়ে ৭ লাখ টাকার মালামাল নিয়ে উধাও - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

হেফাজত নেতার কান্ড,সাড়ে ৭ লাখ টাকার মালামাল নিয়ে উধাও


হেফাজত নেতার কান্ড,সাড়ে ৭ লাখ টাকার মালামাল নিয়ে উধাও


রূপগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৭ লাখ টাকার থ্রি পিস নিয়ে এক হেফাজত নেতা উধাও হয়ে গেছে বলে জানা গেছে। 


তার বাড়ি আড়াইহাজার উপজেলার রসুলবাগ এলাকায়। সে সোনারগাঁ উপজেলার আমবাগ জামে মসজিদের ইমাম।


অভিযোগকারী আজগর হোসেন জানান, তিনি নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকার বাসিন্দা। তিনি উপজেলা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ১০৪ নং দোকানটি হেফাজত নেতা হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সাথে যৌথভাবে ভাড়া নিয়া ব্যবসা করে আসছিলেন। পূর্ব দ্বন্ধের জের ধরে দোকানটি ৪ মাস যাবত বন্ধ ছিল। এ অবস্থায় গত সোমবার হাফেজ আবুল কালাম আজাদ স্থানীয় হেফাজত নেতাদের শেল্টারে দোকান খুলে অভিযোগকারী আজগরের দোকানের ভিতর থাকা ৯৭০টি থ্রি-পিস নিয়ে উধাও হয়ে যায়। যার বাজার মূল্য ৭ লাখ আটাশ হাজার টাকা। এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ঘটনায় আজগর হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭