হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ সাইফসহ গ্রেফতার-৩
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক কাণ্ডে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফসহ তিন জনকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ।
শুক্রবার(৯ই এপ্রিল) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দুই আসামি হলেন হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির,অহিদ ওরফে অহিদ
হত্যাচেষ্টার ঘটনায় সোহাগ রনির বাবা শাহ জামাল তোতা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান,সিসিটিভির ফুটেজ দেখে আসামী সনাক্ত করে নাম ঠিকানা অন্তভূক্ত করা হবে। এ ঘটনায় এজহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন