ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় দুই যুবককে গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় দুই যুবককে গ্রেফতার


ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় দুই যুবককে গ্রেফতার



আজকের সংবাদ ডেক্সঃ-মামুনুল হক কান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করায় ও প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করার অপরাধে তরিকুল (২৯) ও মো.ইমরান হোসেন (৩২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৭ই এপ্রিল) তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবির অভিযানে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।  এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত তরিকুল রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে ও ইমরান হোসেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে  বলে জানা যায়।


এ বিষয় নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান,ফেসবুকে প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত ও ্মামুনুল হক কান্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে অভিযুক্ত হিসেবে তরিকুল এবং মো.ইমরান হোসেন নামে অপর এক যুবককে ফেসবুকে মামুনুল হক কান্ডে ও হেফাজতের তান্ডবের উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়।


তিনি আরে জানান, গ্রেফতারকৃত দুই যুবককে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার  করেছে। হেফাজতের তাণ্ডবের সাথে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭