সোনারগাঁয়ে হেফাজত কান্ডে, ভাঙচুর,সহিংসতা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় গ্রেফতার-৪ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

সোনারগাঁয়ে হেফাজত কান্ডে, ভাঙচুর,সহিংসতা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় গ্রেফতার-৪


সোনারগাঁয়ে হেফাজত কান্ডে, ভাঙচুর,সহিংসতা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় গ্রেফতার-৪


আজকের সংবাদ ডেক্সঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে কথিত দ্বিতীয় স্ত্রীসহ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে অবরুদ্ধের জেরে হামলা ভাংচুর চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজত সংগঠনের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিবুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাজু মিয়া,আবু রায়হান এবং মোক্তার হোসেনের ছেলে ইমরান মিয়া।


এর আগে রিসোর্টে ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে সোনারগাঁয়ের বাংলাবাজার এলাকা থেকে মোঃমোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


উল্লেখ্য সোনারগাঁয়ে ভাঙচুর,সহিংসতা ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০/৬০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। এ ছাড়াও আরেকটি মামলায় সাংবাদিক হাবিবুর রহমান বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭