তিমির বনিকঃ- মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ৯ জন। একি দিনে জেলাটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০ জন করোনা রোগী।
শুক্রবার (৩০ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় হতে তথ্য প্রতিবেদন থেকে এসব নিশ্চিত হওয়া গেছে।
নতুন শনাক্ত ৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৪ জন, শ্রীমঙ্গলের ৩ জন এবং ২ জন রাজনগরের উপজেলার। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩১৬ জনে।
এদিকে সুস্থ হওয়া ১০ জনের মধ্যে সকলেই রাজনগর উপজেলার। জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ হাজার ১৫৫ জন।
এছাড়া বর্তমানে মৌলভীবাজার জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১২৭ জন। যার মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ১২১ জন এবং হাসপাতালে রয়েছেন ৬ জন। মৌলভীবাজারে করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে মৃত্যু বরন করেন এ পর্যন্ত ২৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর বাংলাদেশে ১ম শনাক্ত হয় ৮ মার্চ। এর প্রায় এক মাস অর্থাৎ ৪ এপ্রিল মৌলভীবাজার জেলায় ১ম করোনা রোগী সনাক্ত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন