সোনারগাঁয়ে লকডাউনে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রসাশন
আজকের সংবাদ ডেক্সঃ করোনা ভাইরাস এর ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন ও ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন এবং সার্বিক চলাচল ও নিষেধ আরোপের লক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোমবার (৫ই এপ্রিল) সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম বিশেষভাবে উল্লেখ্য করে বলেন বিকাল ৪ টার পরে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রবাদির দোকানপাট বন্ধ রাখতে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। তিনি বলেন আজ ৫ এপ্রিল সোনারগাঁ উপজেলায় করোনা টেস্টে ৪০ জনের মধ্যে ২১ জনের করোনা পজেটিভ আসছে!তাই সবাই স্বাস্থ্য বিধি মেনে অবশ্যই মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন ।
এসময় সরকারী নির্দেশনা অমান্য করায় ৮জনকে ৪০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন