ঈদের খুশি সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভাগাভাগি করতে এমপি খোকার ঈদ উপহার বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৩আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকার দেয়া ঈদ উপহার পেয়ে খুশি সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকার ৬ হাজার অসহায় পরিবার।
বুধবার(১২মে) দূপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তায় লিজা ফিলিং স্টেশনে তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ঈদ উপহারের মধ্যে ছিলো উন্নতমানের শাড়ী ও লুঙ্গি। ঈদের খুশি সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভাগাভাগি করতে সোনারগাঁওয়ে কয়েক দফায় এমপি খোকা ঈদ উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন শফিউদ্দিন মেম্বার,জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,শামীম রেজা,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা আনিসুর রহমান বাবু,সারোয়ার হোসেন,মোঃশহীদ,মোঃজহির,হাসান ইমামসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন