সনমান্দীতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করেন চেয়ারম্যান জিন্নাহ
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করেন সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
মঙ্গলবার(৪ মে) সকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের তার নিজেস্ব কার্যালয়ে এ ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় ৬৩৬ জনকে ৪৫০ টাকা করে ও ৪০০ জনকে ৫০০ টাকা করে মোট ১১৩৬জন হত দরিদ্রদের পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় চেয়ারম্যান জিন্নাহ বলেন, করোনার প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নিদের্শনা অনুযায়ী সরকারি তহবিল থেকে আসা ত্রান সামগ্রী ও নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী ও নগদ অর্থ সাধারণ জনগণের মাঝে সবসময় বিতরণ করে যাচ্ছি। এখন দেশে করোনার ২য় ঢৈউয়ের ফলে ক্ষেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে সেসব মানুষের পাশে এসে দাড়িয়েছি। এসময় তিনি সরকারের দেওয়া বিধি নিদের্শনা ও সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য ভিজিএফ অর্থ নিতে আসা মানুষকে অনুরোধ করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন সনমান্দী ইউপির ৭/৮/৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহীনা, ৮নং হারুন মেম্বার,ও ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লুৎফা মেম্বারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন