ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, মূল হোতা বাবু ও তার সহযোগির আদালতে দায় স্বীকার
আজকের সংবাদ ডেক্সঃ ডিবি পুলিশ পরিচয়ে রাত বিরাতে মোটরসাইকেল আটকে চালককে জিম্মি করে মোটরসাইকেলসহ নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ছিনতাইকারী চক্রের মূল হোতা মো: সজীব ভূইয়া ওরফে বাবু (২৭) ও তার সহযোগী মো: রোমান (২২) গ্রফতারের পর দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোকত্তি মুলক জবান বন্দী দিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া বিভাগের কর্মকর্তা হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের পর একটি গ্যারেজে সেই মোটরসাইকেলের রং পরিবর্তন করে পার্টস পাল্টে বিক্রি করে দিতো। গত ৪ মে রাতে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাগপাড়া এলাকায় রুহুল আমিন মোল্লার বাড়ীর পাশের একটি গ্যারেজ থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাইকারী চক্রের মূল হোতা মো: সজীব ভূইয়া ওরফে বাবু নিজেকে ডিবি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে ছিনতাই করতো। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তোতা মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া দুলাল ভূইয়ার ছেলে ও সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ক্যানেলপাড় এলাকার ভাড়াটিয়া। সজীব ওরফে বাবুর দুই সহযোগী মো: রোমান (২২) সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ী এলাকার আক্কাস আলীর ছেলে এবং মো: জাহিদ (২৪) সিদ্ধিরগঞ্জ গোদনাইল ক্যানালপাড় এলাকার ইয়াসিনের ছেলে। আলআমিন (৪০) সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকার মৃত. নূর উদ্দিনের ছেলে। আল আমিনের গ্যারেজেই মোটরসাইকেলের রং ও অন্যান্য পার্টস বদলানো হতো।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় এক বন্ধুর বাড়ীতে বেড়াতে আসে মো: শামসুল হক মিজি নামে এক যুবক। ২ মে রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মো: শামসুল হককে আটকে তার সঙ্গে থাকা ২১ হাজার টাকা একটি মোবাইল ও একটি মোটর সাইকেল রেখে দিয়ে ছেড়ে দেয়। অভিযোগ পাওয়ার পর থেকে ডিবি পুলিশের একটি টিম অনুসন্ধানে নামে। ৩ দিন চেষ্টার পরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো: শামসুল হক মিজি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন