ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারীর মৃত্যু
মোঃ মোয়াশেল ভূঁইয়া:-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী সাইফুল ইসলাম শান্ত মারা গেছেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাইফুল ইসলাম শান্ত উপজেলার নাহাটি এলাকার আব্দুস সামাদের ছেলে।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ রূপগঞ্জ প্রতিদিনকে জানান, সাইফুল ইসলাম শান্ত লিভার সংক্রান্ত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন। আর হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম শান্ত মৃত্যুবরন করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম ও ভুলতা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনসহ অনেকেইে শোক জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন