সোনারগাঁয়ে ডাকাতিকালে ৩ ডাকাত পুলিশের হাতে আটক
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে ডাকাতি কালে হৃদয় (২২), ইউনুস (২৬) ও জসিম (২৫) নামে ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (৫ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে ডাকাতিকালে কুখ্যাত ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাঁচপুর পুরান বাজার এলাকার মো: মফিজুল ইসলামের ছেলে মোঃহৃদয় হোসেন (২২), আড়াইহাজার থানার বাড়ৈপাড়া এলাকার মৃত হক সাহেবের ছেলে ইউনুচ মাহমুদ বিজয় (২৬) ও কাঁচপুর কতুবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলেজ জসিম উদ্দিন (২৫)।
সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান,গ্রেফতারকৃত ৩ জনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা চিহ্নিত ডাকাত। গ্রেফতার করে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন