সোনারগাঁ থানা পুলিশের দূরদর্শীতায় চৌদ্দশত পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৪’শ পিস ইয়াবাসহ শাহজালাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সোমবার(২৪মে) বিকেলে উপজেলার কাঁচপুর এস এস পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার এএস আই আলমগীর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নির্দেশে এস আই নুরুল ইসলাম এএসআই নাসির উদ্দিন ও আমিসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাঁচপুরে এস এস পাম্পের সামনে মাইক্রো বাসটি আটক করে মাদক কারবারি শাহজালালকে হাতে নাতে গ্রেফতার করি।এসময় মাইক্রবাসে তল্লাশি চালিয়ে ১৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তিনি বলেন,শাহজালাল ও তার মাদককারবারী সঙ্গী পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকার মুরাদ দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক কারবারি শাহজালাল মুন্সিগঞ্জ গজারিয়ার বড় ভাটেরচর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন মাদকসহ শাহজালাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন