আম পারতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের বন্দরে মেরিন টেকনোলজি ক্যাম্পাস কোয়ার্টারে আম পাড়তে গিয়ে পা পিছলে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার(৩১ মে)বিকেলে বন্দর মেরিন টেকনোলজি ক্যাম্পাস কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম কুমিল্লা জেলার এলাহাবাদ এলাকার বাসিন্দা। নিহত জহিরুল স্বপরিবারে বন্দর উপজেলার মেরিন টেকনোলজি ক্যাম্পাস কোয়ার্টারে বসবাস করতেন।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান,তার স্বামী মেরিন টেকনোলজিতে সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিল এবং তারা স্বপরিবারে ক্যাম্পাস কোয়াটারেই বসবাস করেন। আজ সোমবার বিকেলে তার স্বামী জহিরুল ক্যাম্পাসের আম গাছে আম পাড়তে উঠে। অসাবধানতা বসত গাছ থেকে পা পিছলে পড়ে যায় এবং মাথায় গুরুত্বর আঘাত পায়।
এসময় তাকে আহত অবস্থায় মেরিন টেকনোলজির গাড়িতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন