ইয়াবা ট্যাবলেট সহ আটক ২ যুবক
তিমির বনিকঃ- মৌলভীবাজারের শ্রীমংগলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার ১ মার্চ দুপুর ১ ঘটিকায় শ্রীমংগল থানা পুলিশের তদন্ত অছি হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই কাশি চন্দ্র শর্মার একটি টিম গোপন তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করিয়া ১নং মির্জাপুর ইউপি হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এমরান মিয়া(৩৭) ও রয়েল মিয়াকে(২২) নামক ২ ব্যক্তিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন