আজকের সংবাদ ডেক্সঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ পালন উপলক্ষে বাজার মনিটরিং কালে আইন ভঙ্গ করার দায়ে তিন ব্যবসায়িকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার(২রা মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃআতিকুল ইসলাম।
এসময় ইউএনও আতিকুল ইসলাম বলেন,বাজার মনিটরিং কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিম উজ্জামান কর্তৃক তিন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় এগার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে মোগরাপাড়া চৌরাস্তায় বাজারে ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন নির্দেশনা প্রদান,মাস্ক বিতরণ ও সচেতনতা উপলক্ষে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কর্মকর্তা,সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন