বিনোদনের উদ্দেশ্যে জনসমাগম ঘটানোর অভিযোগে দুই পার্ক কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
আজকের সংবাদ ডেক্সঃ করোনার সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে বিনোদনের উদ্দেশ্যে জনসমাগম ঘটানোর অভিযোগে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় দুই পার্ক কর্তৃপক্ষকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৭মে)বিকেলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের নেতৃত্বে সাবদী ও কলাগাছিয়া এলাকার দুটি পার্কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতি মেনে চলার আহবান জানান,তিনি বলেন বৈশ্বিক মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে মাঠপর্যায়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।চলমান লকডাউন কার্যকর ও করোনা মোকাবেলায় সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন