সিদ্ধিরগঞ্জের একটি মামলায় হেফাজত নেতা মামুনুলের ৩ দিনের রিমান্ড
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার(১৭ মে)বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের(পিবিআই)এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌসের ভার্চুয়ালি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান,সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের ডাকা হরতালের একটি নাশকতার মামলায় পিবিআই এর আবেদনের প্রেক্ষিতে আদালত মামুনুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান,সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় একটি মামলা রয়েছে। সেই মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
উল্লেখ্য যে, এর আগে গত ১২ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় কথিত দ্বিতীয় স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলাসহ পাঁচটি মামলায় মাওলানা মামুনুল হকের ৩ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য মাওলানা মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন