মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করা হবে এসপি অফিসে,থানায় নয় !
আজকের সংবাদ ডেক্সঃ অনিবার্য কারন বসত: হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে সোনারগাঁ থানায় না এনে জিজ্ঞাসাবাদের জন্য নারায়নগঞ্জ এসপি অফিস নেয়া হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান।
এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সোনারগাঁ থানায় নিয়ে আসার কথা ছিল। মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্নার দেয়া ধর্ষনের মামলা,রয়েল রির্সোট,আওয়ামী লীগের পার্টি অফিস ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুরের মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড দেয় আদালত।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান,গতকাল রাত পর্যন্ত মামুনুল হককে সোনারগাঁ থানায় এনে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু অনিবার্য কারণ বসত তাকে থানায় না এনে নারায়ণগঞ্জ এসপি অফিস কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পরও যদি কোন প্রয়োজন হয় তাহলে পরবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন