সন্তানরা ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ায় মায়ের অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৬ মে, ২০২১

সন্তানরা ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ায় মায়ের অভিযোগ


সন্তানরা ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ায় মায়ের অভিযোগ



মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ ভরনপোষণের দায়িত্ব না নেওয়ায় সন্তানদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক বৃদ্ধা। 

বুধবার (২৬ মে) সকালে জাহানারা বেগম (৬৫) নামের ওই বৃদ্ধা সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগ করেন।


অভিযুক্ত হলেন, মাহবুব আলম (৪০) ও তার স্ত্রী সায়েমা আক্তার (৩৫) এবং কেরামত আলী (৩৭) ও তার স্ত্রী মুন্নী আক্তার (৩০)।


বৃদ্ধার অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেগমের স্বামীর একটি ফার্মেসি ছিল। তার মারা যাওয়ার পর থেকে ফার্মেসির ভাড়া ছেলেরা পুরোটোই নিয়ে যান। কিন্তু তার সন্তানরা তার ভরণপোষণ দেন না। এছাড়া পুত্রবধূদের কাছে খাবার চাইলে তারাও বৃদ্ধার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওই বৃদ্ধার।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আমরা বৃদ্ধার পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে ব্যাপারটি বুঝিয়েছি। এরপরও যদি ভরণপোষণের দায়িত্ব না নেয়া হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭