র্যাব-১১র অভিযানে ২,৫২০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার-১
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ অভিযানে চালিয়ে ২,৫২০ লিটার চোরাই তেলসহ চোরাই চক্রের মোঃ শাহজাহান (৪৮) নামে এক সদস্যকে গ্রেফতার করেছে।
শনিবার(২১মে)রাত আনুমানিক ৮টায় সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২টি ড্রাম ভর্তি ২,৫২০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য মোঃ শাহজাহান (৪৮)’কে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন