শ্রীমঙ্গলেে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন ড.আব্দুস শহীদ এমপি
তিমির বনিকঃ- করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশে লকডাউনে সারাদেশের ন্যায় কর্মহীন শ্রীমঙ্গলের শ্রমজীবি মানুষ। রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারী ও দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে দিন কাটাচ্ছে। পবিত্র রামাদ্বান উপলক্ষে এ পরিস্থিতিতে শ্রীমঙ্গলের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদ।
রবিবার (২ মে) ২০২১ খ্রিঃ বিকেল ৫ ঘটিকায় শ্রীমঙ্গলের কালীঘাট রোড, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল থানার সামনে, গদার বাজার রোড সহ পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক , শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল ,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন,পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন